নারী

নারী


নারী


বারবার বলতে হয় আমি নারী ,
সম্মান দাও আমাকে
পুরুষালী চোখের তীব্র ঝাঁঝালো নগ্নতাকে
অতিক্রম করে লড়তে হয় আমাকে 
বিনা প্রস্তুতি নিয়ে ।

আজও পরাধীনতার শেকলে জর্জরিত হয়ে
কলম ধরতে হয় ,
আমাদের স্বাধীনভাবে বাঁচতে দাও ।
পুরুষবিদ্বেষী মনোভাব থাকলে 
গর্ভে কি পুত্রসন্তান ধারণ করি ? 
 
তোমাদের চোখরাঙানি সেই তেত্রাযুগ থেকে ,
 বলতে বলতে সত্যি আমরা ক্লান্ত ,
আমাদের স্বাধীনতা দাও, মুক্তভাবে বাঁচতে দাও ।

  মাঝে মাঝে মনে হয়
নিজেকে গলা টিপে হত্যা করি ,
সহ্যের সীমা লঙ্ঘন করে যায় চেতনা যখন ।


                                           --- অনিক  মোদক 

0 Comentarios

Please do not enter any spam link in the comment box.

Follow Me On Instagram